spot_img
spot_img

― Advertisement ―

spot_img

ফরিদপুরে জঙ্গলে পড়ে ছিল হাত-পা ও চোখ বাঁধা অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ

ফরিদপুরে সড়কের পাশের জঙ্গলে ফেলে রাখা অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় ছিল। পুলিশের ধারণা, তিন...
Homeজেলার খবরফরিদপুরের কানাইপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩, আহত-১৫

ফরিদপুরের কানাইপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩, আহত-১৫

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন আহমেদ জানান, কানাইপুর বাজার সংলগ্ন ব্রিজের উপরে ঢাকা গামী রয়েল এক্সপ্রেস এর সাথে চুয়াডাঙ্গা গামী দর্শনা ডিলাক্স পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার দামুরহুা উপজেলার পীরপুর গ্রামের আতিয়ার শেখ (৫৫)। বরগুনা জেলার বামনা উপজেলার চালিতা বুনিয়া গ্রামের রঞ্জিত দাস (৫২) ও নওগা জেলার বদলগাছি থানার বৈকন্ঠপুর গ্রামের সুবর্না আক্তার (২৩)।

হাইওয়ে পুলিশ সুপার সীমা রানী সরকার জানান, দুই বাসের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। বাস দুইটিকে জব্দ করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে তারা আসলে মরদেহ হস্তান্তর করা হবে। সাইড রোড থেকে একটি ভ্যান মহাসড়কে ঢুকে পড়লে দুই বাসের সংঘর্ষের ঘটনা ঘটে।