
ফরিদপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (১৩ আগস্ট) ছাত্রশিবির জেলা ও শহর শাখার আয়োজনে বেলা ১১টার দিকে শহরের কবি জসীম উদদীন হলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
প্রধান অতিথির বক্তব্যে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, গত ১৫ বছর শেখ হাসিনা আমাদের রাজাকার ট্যাগ লাগিয়ে ঘুষ, দুর্নীতি করে গেছেন। আমরা তার বিরুদ্ধে কথা বলেছি তাই আমাদের ভাইদের গুলি করে মারা হয়েছে। হাজার হাজার মামলা দেওয়া হয়েছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। তোমরাই পারবে এদেশকে উন্নত দেশে পরিনত করতে।
ছাত্রশিবির জেলা শাখার সভাপতি হাফেজ ওবাইদুল্লাহ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রফেসর আব্দুত তাওয়াব, অ্যাডভোকেট আল মামুন রাসেল রাসেল, ড. এহসানুল মাহবুব রুবেল ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে জেলা সদর সহ বিভিন্ন উপজেলার ৫শতাধিক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।